thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

‘আমাকে মানুষ চিনবে আমার কণ্ঠ দিয়ে’

২০১৪ মার্চ ২৯ ১৪:৫৫:২৮
‘আমাকে মানুষ চিনবে আমার কণ্ঠ দিয়ে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বলেছেন, আমি মিউজিক ভিডিও’র বিপক্ষে। কারণ আমি কণ্ঠশিল্পী, আমাকে মানুষ চিনবে আমার কণ্ঠ দিয়ে। তাহলে কেন আমাকে অভিনয়ের মডেল হিসেবে পর্দার সামনে দাঁড়াতে হবে?

দ্য রিপোর্টের কার্যালয়ে শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ন্যান্সি অভিযোগের সুরে বলেন, একটা মিউজিক ভিডিও তৈরি করতে ২০ লাখ টাকা লাগে। আমার মতো শিল্পীরা কিভাবে এত টাকা দিয়ে মিউজিক ভিডিও বানাবে?

যারা কণ্ঠের বদলে মিউজিক ভিডিও দিয়ে শ্রোতা আকৃষ্ট করার চেষ্টা করছেন তাদের এ রকম কাজ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন তিনি।

ন্যান্সি আরও বলেন, আমাদের দেশে অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন। যদি মিউজিক ভিডিও করতেই হয়, তাহলে তাদের দিয়ে আমরা অভিনয় করাবো। একজন কণ্ঠশিল্পীকে কেন অভিনয় করতে হবে। যারা গান তৈরি করেন তারা এখন আর ভালো গান তৈরি করছেন না। তাহলে আমরা কিভাবে ভালো গান গাইবো?

(দ্য রিপোর্ট/এমএম-এসআর/জেএম/আরকে/মার্চ ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর