thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ঝড়ের কবলে পড়ে ৩ ট্রলার ডুবি,১৩ জেলে নিখোঁজ

২০২২ আগস্ট ২০ ১৫:১২:৩৮
ঝড়ের কবলে পড়ে ৩ ট্রলার ডুবি,১৩ জেলে নিখোঁজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ৩টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ জেলে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও সন্ধান মিলছে না আরও ৩ ট্রলারের।

শুক্রবার (১৯ আগস্ট) মধ্যরাতে চরফ্যাশনের শামরাজ ঘাটের অদূরে সাগর মোহনায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেদেন উদ্ধারে কোস্টগার্ডের ৫টি টিম সাগরে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে লালমোহনের বাতির খাল এলাকার ফারুক মাঝির ট্রলার ডুবে যায়। ওই ট্রলারের ১৮ মাঝির মধ্যে ৫ জন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ১৩ জন।

এছাড়াও চরফ্যাশনের কুকরি-মুকরি থেকে একটি ট্রলার ও ঢালচর থেকে আরো দুটি ট্রলারের সন্ধান পাওয়া যাচ্ছে না।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, ঝড়ের কবলে ট্রলার ডুবির খবর পেয়েছি, তবে তার নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাসুম বলেন, সাগরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে কোস্টগার্ডে ৫টি টিম সাগরে অভিযানে রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর