thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

২০২২ আগস্ট ২১ ২০:২২:২০
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম।দাম কমানোর চার দিন পর রোববার (২১ আগস্ট) দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ঘোষণা অনুযায়ী ভালোমানের সোনার দাম ভরিতে এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম দাঁড়াচ্ছে ৮৩ হাজার ২৮১ টাকা। যা এতোদিন ছিল ৮২ হাজার ৫৬ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

সোমবার (২২ আগস্ট) থেকে সারাদেশে নতুন বাড়তি দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

এর আগে গত ১৭ আগস্ট স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। তখন ভরিতে দুই হাজার ২৭৫ টাকা কমানোর ফলে২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম দাঁড়ায়৮২ হাজার ৫৬ টাকা। এর আগেযা ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর