thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

 ১৫০ আসনে ইভিএম ব্যবহার করা হবে

২০২২ আগস্ট ২৪ ০০:৫৬:০৬
 ১৫০ আসনে ইভিএম ব্যবহার করা হবে

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনধিক ১৫০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সব রাজনৈতিক দলের মতামত আমলে নিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সুনির্দিষ্টভাবে কতটি আসনে ইভিএম ব্যবহার হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বোচ্চ ১৫০টি এবং সর্বনিম্ন ১টি আসনে ইভিএম ব্যবহার করা হতে পারে।

অনেক রাজনৈতিক দলই ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘এটা কমিশনের সিদ্ধান্ত। সবকিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর