thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

শুরু হচ্ছে বাচ্চাদের টিকাদান

২০২২ আগস্ট ২৫ ১১:২০:৪৪
শুরু হচ্ছে বাচ্চাদের টিকাদান

দ্য রিপোর্ট প্রতিবেদক:সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে। ঢাকার ২১ কেন্দ্রসহ সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ৫৫টি জোন ও ৪৬৫টি ওয়ার্ডে আগামী ১৪দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কর্তৃক শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম কর্মপরিকল্পনায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বের অনেক উন্নত দেশের ন্যায় বাংলাদেশ সরকার দেশের কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনা করে ২৫ আগস্ট থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদানের আওতায় আনতে যাচ্ছে। প্রাথমিকভাবে দেশের ১২টি সিটি করপোরেশনের স্কুল ও কমিউনিটি পর্যায়ে এ শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে। পরে জেলা, উপজেলা ও পৌরসভাসমূহের স্কুল ও কমিউনিটি পর্যায়ে এ টিকা দেওয়া হবে। ইতোমধ্যেই কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে শিশুদের জন্য প্রথম পর্যায়ে ৩০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

সারাদেশের প্রায় ২ কোটি ২০ লাখ ৫-১১ বছর বয়সী শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।২৫ আগস্ট ১২টি সিটি করপোরেশনের ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

শিশুদের উপযোগী ফাইজার টিকার দুই ডোজ দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় ডোজের ব্যবধান- ৮ সপ্তাহ বা ৫৬ দিন।

টিকাদানের জন্য সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে ৫-১১ বছর বয়সসীমার শিশুদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে।

যে শিশুদের জন্ম সনদপত্র নেই, তাদের অভিভাবকরা জন্ম সনদপত্র সংগ্রহ করে রেজিস্ট্রেশন করবেন।

বিদেশি পাসপোর্টধারী শিশুদের সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হওয়ার পূর্বে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত ‘এক্সেল ছকে’ তথ্য দিতে করতে হবে।

কোভিড-১৯ টিকা রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন সাপেক্ষে নিজ নিজ স্কুলে ও পরবর্তীতে কমিউনিটি পর্যায়ে (স্কুল বহির্ভূত শিশু) নিকটস্থ কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কেন্দ্রসমূহ

১. আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-১

২. উত্তরা গার্লস হাই স্কুল, জোন-১

৩. পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-২

৪. সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-২

৫. আমতলী স্টাফ ওয়েলফেয়ার বিদ্যালয়, জোন-৩

৬. মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৩

৭. হাজি ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৪

৮. কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৪

৯. বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৫

১০. বটমলি হোম বালিকা বিদ্যালয়, জোন-৫

১১. কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৬

১২. দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৭

১৩. ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৮

১৪. ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৯

১৫. সাতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন ১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রসমূহ

১. নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-১

২. বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-২

৩. খিলগাঁওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-২

৪. আজিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৩

৫. সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৪

৬. করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৫

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর