thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

২৪ ঘণ্টা ওষুধের দোকান খোলা থাকা উচিত: স্বাস্থ্যমন্ত্রী

২০২২ আগস্ট ২৫ ১৪:৪৩:০৬
২৪ ঘণ্টা ওষুধের দোকান খোলা থাকা উচিত: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওষুধের দোকান বন্ধের কোনও নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকা উচিত।’

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যসেবা হচ্ছে জরুরি সেবা। আমরা কোনও হাসপাতালের সময়সীমা কমায়নি। আমরা ২৪ ঘণ্টা সেবা বজায় রেখেছি। শুধু অফিস সময় ৮টা থেকে ৩টা করেছি। তাছাড়া সব হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে। সেখানে সময় অপরিবর্তিত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘ওষুধের দোকান বন্ধের কোনও নির্দেশনা আমরা দেইনি। ওষুধ একটি জরুরি প্রয়োজনীয় বিষয়। জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় না। ফার্মেসি কিন্তু ২৪ ঘণ্টাই খোলা থাকে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশন ওষুধের দোকান রাত ১২টার পর বন্ধ রাখার বিষয়ে বলে থাকলে তাদের সঙ্গে আলোচনা করে একটা সুরাহা আমরা করবো। আমি মনে করি, এটা ২৪ ঘণ্টা খোলা থাকা উচিত। আমরা আলোচনা করে খোলা রাখার ব্যবস্থা নেবো।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর