thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

 শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন - টুকু

২০২২ আগস্ট ৩০ ১২:৪৭:৫৪
 শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন - টুকু

দ্য রিপোর্ট প্রতিবেদক: সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভেকেট শামসুল হক টুকু।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে অংশে নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সংসদে সকল দলের সদস্যরা কথা বলার জন্য সমান অধিকার পাচ্ছে। স্পিকারের কাজ সংসদে যে বিরোধী দলেই আসুক সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা। আমিও সব সদস্যকে সমান সুযোগ দিয়ে সংবিধান, কার্যপ্রণালী ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করব।

এর আগে, অ্যাডভেকেট শামসুল হক টুকু বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এসময় জাতীয় পার্টির সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, বাসন্তি চাকমা, পাবনার বেড়া পৌরসভার মেয়র অ্যাডভেকেট আসিফ শামস রঞ্জন, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর