thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বেগম জিয়া

২০২২ আগস্ট ৩১ ১৫:৫৫:২৯
সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বেগম জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরবেন। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সবশেষ ভর্তি হন রোববার ২৮ আগস্ট রাতে। রাতেই তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর আগে ছয়বার তাকে ওই হাসপাতালে ভর্তি হয়ে প্রায় পাঁচ মাসের মতো থাকতে হয়েছে।

ডা. মামুন বলেন, ‘ম্যাডাম কেমন আছেন এটার উত্তর আর দেওয়ার নেই। কিছু পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে৷ এজন্যই তাকে হাসপাতালে আনা হয়৷ এখন আবার বাসায় নেওয়া হচ্ছে।’

মেডিকেল বোর্ডের আরেকজন জানান, খালেদা জিয়াকে ছাড়পত্র দেওয়ার সময় নির্ধারণ করা আছে বিকেল পাঁচটায়। তবে সন্ধ্যা ৭টার মতো বাজতে পারে আনুষঙ্গিক কাজ শেষ করতে৷ তাকে যে কারণে আনা হয়েছে তা সম্পন্ন হয়েছে। এখন বাসা থেকেই চিকিৎসা নেবেন। প্রয়োজন পড়লে আবার হাসপাতালে আনা হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর