thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু ঘটনায় বাবা গ্রেফতার 

২০২২ আগস্ট ৩১ ১৫:৫৯:৫৪
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু ঘটনায় বাবা গ্রেফতার 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মুসাদ্দিকার মৃত্যুর ঘটনায় তার বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ‌্য নিশ্চিত করেন।তিনি জানান, সানজানা মুসাদ্দিকার বাবা শাহীন আলমকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট সানজানার মা আত্মহত্যার প্ররোচণার অভিযোগে তার বাবার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করেন।

গত ২৭ আগস্ট ১০তলা ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সানজানা। পরে তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান পরিবারের সদস্যরা। এ সময় চিকিৎসকেরা সানজানাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে উল্লেখ করেন।

সানজানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর