thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আজ বিএনপির  ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

২০২২ সেপ্টেম্বর ০১ ১০:৪৮:০১
আজ বিএনপির  ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

দ্য রিপোর্ট প্রতিবেদক:নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়।

দলটির নেতারা বলেছেন, প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে সংকটে পড়েছে বিএনপি। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন করে ১৯৯১ সালে ক্ষমতায় আসে বিএনপি। ওয়ান-ইলেভেনের সরকার এবং পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে বিএনপিকে নিঃশেষ করার যত ধরনের অপকৌশল আছে তার সবই প্রয়োগ করেছে এবং করছে। শত নির্যাতনের পরও চলমান আন্দোলনে বিএনপিপ্রাণ তৃণমূলের নেতাকর্মীরা ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। এ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ কঠিন সময় পার করছে। আমরা একটি ক্রান্তিকাল অতিবাহিত করছি। আওয়ামী লীগ সরকার ১৯৭৫ সালে একবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, ২০০৮ সালে ওয়ান-ইলেভেনের সরকারের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসে এক যুগের বেশি সময় ধরে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি নেতাকর্মীদের সুসংগঠিত করে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনঘটানো হবে। ২০২৩ সালেই হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে।’

কর্মসূচি : দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দুপুর ১২টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ এবং বেলা ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। শুক্রবার আলোচনা সভা হবে। একইভাবে দেশের সব জেলা, মহানগরসহ সব ইউনিট কর্মসূচি গ্রহণ করবে। দিবসটি উপলক্ষে এরই মধ্যে পোস্টার প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ক্রোড়পত্র প্রকাশিত হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর