thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

দেশের মানুষের জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছি-প্রধানমন্ত্রী

২০২২ সেপ্টেম্বর ০১ ১১:০৭:১৫
দেশের মানুষের জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছি-প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছি, অথচ অনেকে সমালোচনা করে চলছেন। যেখানে আন্তর্জতিক সংস্থাগুলো বলছে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশ না, সেখানে দেশের কিছু সংস্থা বলে যাচ্ছে আমাদের নাকি অনেক ঝুঁকি রয়েছে।

বুধবার (৩১ আগস্ট) রাতে জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।

পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাবা, মা, ভাই হারিয়ে বুকে ব্যথা নিয়ে এগিয়ে চলছি। আমি সবাইকে নিয়ে রাজনীতি করছি, কারও বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই না। আমি বিচারে বিশ্বাসী।

তিনি বলেন, ৭৫ সালের ১৫ আগস্টের চক্রান্তের নেপথ্যে কারা একদিন বের হবে। জানি না আমরা দেখে যেতে পারব কি না? আমি সব শোক নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি তো নীলকণ্ঠ হয়ে বেঁচে আছি।

শেখ হাসিনা বলেন, আইনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি। যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার হয়েছে। কিন্তু ১৫ আগস্টের ষড়ন্ত্রের নেপথ্যে যারা জড়িত ছিল একদিন সেটিও বেরিয়ে আসবে।

তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড একজন রাষ্ট্রপতিকে হত্যা করা নয়- একটি আদর্শকে হত্যা করা হয়েছে। দেশের ইতিহাসে অন্যায় অবিচার ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত হয়েছিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর