thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নিষেধাজ্ঞার পেছনে রয়েছে একটি গোষ্ঠী-আইজিপি

২০২২ সেপ্টেম্বর ০২ ১৪:৫৯:৫৪
নিষেধাজ্ঞার পেছনে রয়েছে একটি গোষ্ঠী-আইজিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞার ঘটনায় যুক্তরাষ্ট্রের দোষ দেখছেন না পুলিশের মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার পেছনে রয়েছে একটি গোষ্ঠী, যারা লবিং করে এই নিষেধাজ্ঞা আরোপ করিয়েছে।

জাতিসংঘে পুলিশ সম্মেলনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক নাগরিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গত ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দিতে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বেনজীর। সম্মেলন শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের কাছে গুলশান টেরেস মিলনায়তনে সেই সংবর্ধনায় যোগ দেন আইজিপি।

সেখানে বেনজীর বলেন, ‘এখানে (যুক্তরাষ্ট্রে) আমি থেকেছি, পড়েছি, চাকরি করেছি। যে অভিযোগ করা হয়েছে, ২০০৯ সাল থেকে র‌্যাব… ৬০০ লোক নাকি গুম করা হয়েছে। ২০০৯ সালে তো আমি ছিলাম না, আমি ১০ সালেও ছিলাম না, আমি ১১, ১২ সালেও ছিলাম না। আমি ১৩ সালে ১৪ সালেও ছিলাম না। আমি ১৫ সালে ছিলাম।’

আইজিপি বলেন, ‘এখন আমাকে যদি তারা দায়ী করে যে ৬০০ লোক হারায় গেছে। যদি ব্যান খেতে হয়, তবে ওই লোকগুলো কারা..ব্যাপারটা কী, এ রকম যে তুই করস নাই তোর বাপ, দাদা করছে নাকি, এ জন্য আমি আমেরিকান গর্ভমেন্টেকেও দায়ী করব না। কারণ হচ্ছে এই, এটার পেছনে রয়েছে তিন বছরের পরিশ্রম।

তিনি বলেন, ‘একটা ওয়েবসাইট আছে এফএআরএ, দেখবেন চারটা লবিস্ট ফার্ম নিয়োগ দেয়া হয়েছে। প্রত্যেক ফার্মকে ২৫ মিলিয়ন ডলার করে দেয়া হয়েছে। এদের সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। আমেরিকান সরকার, আমেরিকান নাগরিক তারা তো এ লবিস্টদের নিয়োগ করেনি। আমেরিকানদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।এটা করেছে তারাই, যারা সত্তর সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকায় ভোট দেয়নি, যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। ওই গোষ্ঠী বার্ষিক ২৫ মিলিয়ন ডলার ব্যয়ে চারটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল। সেই ভাড়াটে ফার্ম টানা তিন বছর চেষ্টা করেছে কথিত স্যাংশনের জন্যে।’

যে ছয়শ’ মানুষকে নিখোঁজ বলা হচ্ছে, তাদের তালিকা কোথায়, সে প্রশ্ন রেখে বেনজীর বলেন, ‘এই ছয়শ’ লোক যে গুম হয়েছে বলা হচ্ছে। তাদের নাম, তালিকা, কবর আছে কোথাও? ২০১৩ সালেও এমন বলা হয়েছে শাপলা চত্বর নিয়ে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর