thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

আজ বিকেলে চা-শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

২০২২ সেপ্টেম্বর ০৩ ১১:৪৮:৪২
আজ বিকেলে চা-শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে চা-শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে। সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা যায়, গলফ মাঠে কয়েক হাজার চা শ্রমিক উপস্থিত থাকবেন। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। রয়েছে কঠোর নিরাপত্তা।

এর আগে, দৈনিক মজুরি বাড়াতে চা শ্রমিকদের প্রায় ২০ দিনের কর্মবিরতিতে দেশের চা শিল্প গভীর সংকট দেখা দেয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ আগস্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেন। এ ঘোষণার পরেরদিন কর্মে ফেরেন চা শ্রমিকরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর