thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

২০২২ সেপ্টেম্বর ০৩ ১২:০১:০৭
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর বিভিন্ন জাযগায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে রোববার (২৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামিদের কাছ থেকে ৪ হাজার ৫৩০ পিস ইয়াবা, ১৬৩ গ্রাম ৯৭ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও ৩ ক্যান বিয়ার জব্দ করা হয়।

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপ-কমিশনার মো. ফারুক হোসেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর