thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

গাজী মাজহারুল আনোয়ারের শেষ বিদায়

২০২২ সেপ্টেম্বর ০৫ ১৮:০০:৫৩
গাজী মাজহারুল আনোয়ারের শেষ বিদায়

দ্য রিপোর্ট প্রতিবেদক:পরপারে চলে গেলেন কিংবদন্তি সংগীতজ্ঞ, গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার।

তাঁর মরদেহ আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নিয়ে আসা হয় বিএফডিসিতে। শেষবারের মতো ঘুরে গেলেন প্রিয় কর্মস্থল। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় কালজয়ী গুণী এই ব্যক্তিত্বকে।

গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ এফডিসিতে আনা হলে সেখানে উপস্থিত ছিলেন রোজিনা, ওমর সানি, বাপ্পী, অরুণা বিশ্বাস, সাইমনসহ পরিচালক, প্রযোজক, শিল্পী-কলাকুশলীবৃন্দ।

পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এ সময় বলেন, গাজী ভাইয়ের মধ্যে ম্যাজিক্যাল ব্যাপার ছিল। তিনি অবস্থা বুঝে ৫ মিনিটে গান লিখে দিতে পারতেন। গানগুলো জনপ্রিয় হয়েছে। তার মতো গুণীজন আমরা আর পাবো না৷

কাজী হায়াত বলেন, গাজী ভাইয়ের মৃত্যুতে দেশের মানুষের হৃদয় কাঁদছে। এমন ভাগ্য নিয়ে কতজন চলে যেতে পারে? সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

রোজিনা বলেন, তিনি শিশুর কাছ থেকেও শিখতে চাইতেন। কোনোদিন তার মধ্যে অহঙ্কার দেখিনি। আমাদের সংস্কৃতি ও বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তিনি হৃদয়ে থাকবেন।

এসডি রুবেল বলেন, তার পুরোনো গানগুলো বেশি নতুন। যুগের নিয়মে হয়তো আরো অনেকে গান লিখবে কিন্তু গাজী মাজহারুল আনোয়ার একজনই। তিনি আর আসবেন না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর