thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মাদক কারবারের অভিযোগ, এসআই সহ পাঁচজন গ্রেপ্তার

২০২২ সেপ্টেম্বর ০৬ ০৮:০২:২৬
মাদক কারবারের অভিযোগ, এসআই সহ পাঁচজন গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক:ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদক কারবারের সঙ্গে জড়িত ও সহযোগিতার অভিযোগেএক এসআই, দুই পুলিশ কনস্টেবলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ভালুকা মডেল থানার এসআই মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান, কনস্টেবল মুসফিকুজ্জামান, স্থানীয় আশিকুর রহমান নিরব ও খোকন সেখ। এ ঘটনায় মামলা করা হয়েছে। থানার এসআই ফজিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন।

পুলিশ, মামলা ও স্থানীয়রা জানায়,ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা বেচাকেনার খবর পেয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানার পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার জামুরভিটার আশিকুর রহমান নিরব ও একই এলাকার খোকন সেখ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২২০টি ইয়াবা উদ্ধার করে।

এ সময় আটকরা জানায়, এসআই মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান ও কনস্টেবল মুসফিকুজ্জামানের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তাদের স্বীকারোক্তিতে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভালুকা মডেল থানার কনস্টেবল আব্দুল মান্নানকে পুলিশ হেফাজতে নিয়ে তার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড টিএন্ডটি রোডস্থ ভাড়ায় বাসায় তল্লাশি চালিয়ে ৭৬৯টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একই অভিযোগে এসআই মানস কুমার শিকদার ও কনস্টেবল মুসফিকুজ্জামানকে পুলিশি হেফাজতে নিয়ে মাদক মামলা দিয়ে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ঘটনার পর থেকে থানা পুলিশ বিষয়টি সম্পূর্ণ গোপন রাখার চেষ্টা করে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর