thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বিএনপি কাওকে ভয় পায়না- আমির খসরু

২০২২ সেপ্টেম্বর ০৬ ১৯:৫১:৫৭
বিএনপি কাওকে ভয় পায়না- আমির খসরু

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরির সঙ্গে জড়িত কোনো কর্মকর্তা ও সহযোগী ছাড় পাবে না। এ আন্দোলন শুধু বিএনপির নয়, প্রত্যেক জনগণের। এটি মুক্তির আন্দোলন। সফলতা ছাড়া কেউই আন্দোলন ছেড়ে ঘরে ফিরবে না। ফ্যাসিবাদি সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এজন্য জাতীয় সরকার গঠন করে দেশ মেরামত করতে হবে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সাহাবুদ্দিন সাবুর বাসভবনে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন গরুহাটা এলাকায় বশির ভিলা প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা বিএনপি।

আমির খসরু বলেন, আওয়ামী লীগ তাদের অপকর্মের কারণে আজ ভীত। তারা ভয় পেয়েই এখন বিএনপিকে ভয় লাগাচ্ছে। বিএনপি কাউকে ভয় পায় না। এক ব্যক্তির সিদ্ধান্তে দেশ চলতে পারে না। শেখ হাসিনা আওয়ামী লীগকে দেউলিয়া করেছেন। জনগণ এখন আওয়ামী লীগের সঙ্গে নেই।

এসময় তিনি আরও বলেন, জনগণের আস্থার রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। কারণ গণতন্ত্রের প্ল্যাটফর্ম থেকে বিএনপির রাজনীতি শুরু। জিয়াউর রহমান বলে গেছেন, ‘সকল ক্ষমতার উৎস জনগণ।’ জনগণের আস্থাতেই বিএনপির আন্দোলনে বাঁধ ভেঙেছে। এ বাঁধ আওয়ামী লীগকে ভাসিয়ে নিয়ে যাবে। বাঁধ ভাঙা এ আন্দোলন কেউই রুখতে পারবে না।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর