thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন  চা শ্রমিক ইউনিয়নের নেতারা

২০২২ সেপ্টেম্বর ০৬ ১৯:৫৫:২২
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন  চা শ্রমিক ইউনিয়নের নেতারা

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা। আজ মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে এসময়লিখিত বক্তব্যে চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। ওই ঘোষণার পর দেশের সব চা-শ্রমিক, শ্রমিকনেতাসহ ছাত্র, যুবসমাজ একযোগে আন্দোলন-সংগ্রামে অংশ নেন। আন্দোলনের সুফল হিসেবে গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের মজুরি ১৭০ টাকা করার ঘোষণা দেন এবং ৩ সেপ্টেম্বর ভার্চ্যুয়াল মাধ্যমে চা-শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

নিপেন পাল আরোবলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালার সঙ্গে কথা বলার সময় শ্রমিকদের ভূমি–অধিকারসহ যেসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, সেটা দ্রুত বাস্তবায়নের আবেদন জানাই। আন্দোলন চলাকালে চার জেলার জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা, যাঁরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাঁদের কাছেও আমরা কৃতজ্ঞ। দেশের সব চা–শ্রমিক, ছাত্র, যুবসমাজকে আন্দোলনে অংশ নেওয়ায় আমরা তাঁদেরও ধন্যবাদ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থসম্পাদক পরেশ কালিন্দিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর