thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

গায়েবী মামলা দিচ্ছে ক্ষমতাসীনরা-মির্জা ফখরুল

২০২২ সেপ্টেম্বর ০৯ ১২:৫৭:৩৭
গায়েবী মামলা দিচ্ছে ক্ষমতাসীনরা-মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কোনো দৃশ্যমান অর্জন নেই। এ সফরে সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার বিষয়ে কোনো সমাধান আসেনি। বরং প্রধানমন্ত্রীর ভারত সফরেই সীমান্তে এক বাংলাদেশী নিহত হয়ে়ছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় ফখরুল বলেন, বিএনপি নয় বরং ক্ষমতাসীনরা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। উল্টো গায়েবি মামলা দিয়ে আবারও 'রেইন অফ ট্রেরর' সন্ত্রাসের রাজত্ব কায়েম করে গায়েবী মামলা দিচ্ছে ক্ষমতাসীনরা।

ফখরুল আরও বলেন, সরকারের মতো সন্ত্রাসী হামলা নয় জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর