thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না-খাদ্যমন্ত্রী

২০২২ সেপ্টেম্বর ০৯ ১৯:৪৩:০৯
আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না-খাদ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী নির্বাচন ইভিএম না ব্যালেটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশনার। এ সময় মন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি ২০১৩-১৪ সালে দেশে আগুন, জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। সাহস থাকলে দেশে এসে রাজনীতির আহ্বান জানান মন্ত্রী।

সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ উপজেলার নেতৃবৃন্দরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর