thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে - স্বরাষ্ট্রমন্ত্রী

২০২২ সেপ্টেম্বর ১১ ১৪:৪৭:১৯
আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে - স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা অবশ্যই থাকতে হবে। এছাড়া আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে বলেও জানান তিনি। আজ রোববার এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এবার পূজামণ্ডপ হবে সারাদেশে ৩২ হাজার ১৬৮ টি। যা গতবারের চেয়ে বেশি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন জায়গায় পূজামণ্ডপ করা যাবেনা যেখানে গাড়ি না যায়। পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সব পূজামণ্ডপে এবার স্থায়ীভাবে আনসার বাহিনী থাকবে।

মন্ত্রী বলেন, গতবারের অভিজ্ঞতা থেকে এবার আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বিশেষ তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। হাতে আর্মব্যান্ড নিয়ে সব পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক বাধ্যতামুলক থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কঠোর মনিটরিংয়ে রাখা হবে। দুর্গাপূজাকে ঘিরে যারা এর মাধ্যমে কোনো ধরণের গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর