thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক

২০২২ সেপ্টেম্বর ১৩ ১২:৩৩:১২
৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজশাহীতে বাংলাবান্ধা ট্রেন লাইনচ্যুত। ৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, পঞ্চগড় থেকে রাজশাহী যাচ্ছিলো বাংলাবান্ধা ট্রেনটি। সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টায় চারঘাট থানা এলাকায়, সরদহ রেল ষ্টেশনে প্রবেশের সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দুইটি লাইন ব্লক হয়ে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে আরেকটি রিলিফ ট্রেন আনা হয়। এতে ধূমকেতু ছাড়া আর কোন ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি বলেও জানায় রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার বলেন, রাজশাহী থেকে রাতে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি সরদহ রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে বলে জেনেছি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর