thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

বিশ্বকাপ টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ নেই

২০২২ সেপ্টেম্বর ১৪ ১৫:২২:২২
বিশ্বকাপ টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: টি-টোয়েন্টিবিশ্বকাপেরবাংলাদেশেরদল থেকে মাহমুদউল্লাহকে বাদ দিয়েই আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সহ-অধিনায়ক করা হয়েছে নুরুল হাসানকে।
মিরপুরে আজ ১৫ জনের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও খেলবে একই দল।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি অর্ধশতক পেয়েছিলেন তখনকার অধিনায়ক মাহমুদউল্লাহ। এর পর থেকেই এ সংস্করণে ছন্দে নেই তিনি। বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র ১৬.৫৪ গড় ও ১০২.৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এ ব্যাটসম্যান। এশিয়া কাপের দুই ম্যাচে ২০ পেরিয়েছেন, তবে এক ম্যাচে স্ট্রাইক রেট ছিল ৯২.৫৯, অন্যটিতে ১২২.৭২। ২০০৭ সাল থেকে এ সংস্করণে খেলে আসা মাহমুদউল্লাহ এখন পর্যন্ত খেলেছেন ১২১টি ম্যাচ, বাংলাদেশের হয়ে যেটি সর্বোচ্চ। বিশ্বকাপ দলে না পাওয়াতে এ সংস্করণে ভবিষ্যৎটা অনিশ্চিতই হয়ে পড়ল তাঁর। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিলেন অধিনায়ক।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর