thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ইভিএম কেনার সিদ্ধান্ত সোমবার

২০২২ সেপ্টেম্বর ১৫ ১৪:৩৯:৩৫
ইভিএম কেনার সিদ্ধান্ত সোমবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার বাড়াতে নতুন প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। প্রকল্পটি নির্বাচন কমিশন (ইসি) সভায় উত্থাপিত হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।

তবে আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) পরের কমিশন সভায় এটি চূড়ান্ত হতে পারে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বর্তমান কমিশনের সপ্তম কমিশন সভা শেষে ইসি সচিব হূমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে দেড়শ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্তের কথা জানায় আউয়াল কমিশন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপির বিরোধিতার মধ্যেই এ সিদ্ধান্ত নেয় ইসি।

তবে ভোট নিতে বর্তমানে দেড় লাখ ইভিএম আছে কমিশনের কাছে, যা দিয়ে সর্বোচ্চ ৭০ আসনে ভোট করা সম্ভব। তাই দেড়শ আসনে ইভিএমে ভোট করতে আরো অন্তত দেড় লাখ ইভিএম কিনতে হবে কমিশনকে।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের সপ্তম কমিশন সভা করেছে। তাদের সম্মুখে নির্বাচনি ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ সমপ্রসারণের লক্ষ্যে ইভিএম ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পটি আলোচনা হয়। কমিশন দীর্ঘক্ষণ ধরে আলোচনা করে অনেক বিষয়ে নির্দেশনা দিয়েছেন। পরে কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

মঙ্গলবারের সভা স্থগিত করার কথা জানিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। কী আলোচনা হলো এবং পরের সভায় কী হবে জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, গতকালের সভায় মূলত প্রতিটি ইভিএমের দর কত হতে পারে, বাজারদর যাচাই করা হয়েছে। একটি কমিটি করা হয়েছিল, বাজারদর কমিটি যাচাই করবে। পরের সভায় এটি তুলে ধরবে এবং কমিশন পর্যালোচনা করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, বাজার দর যাচাইয়ের কমিটি আগেই করা হয়েছে। তারা এখনো শেষ করতে পারে নাই। এ কারণে গতকাল সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এটি আরো পর্যালোচনা করবে। আগামী সপ্তাহে আমরা আশা করছি সোমবারের দিকে সভা বসবে, তখন কমিশন সিদ্ধান্ত নেবে। ইভিএম মেশিনের যন্ত্রাংশ কোন দেশ থেকে আনা হবে সে বিষয়ে কিছু বলতে চাননি সচিব হুমায়ুন কবীর।

এমনকি ইভিএম কেনার প্রকল্পের আকার সম্পর্কেও তিনি জানাননি। বলেছেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সোমবারে যখন সভা হবে তখন ডিটেইলস জানাব।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর