thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত

২০২২ সেপ্টেম্বর ১৫ ১৪:৪৩:৩৪
শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা সম্পন্ন হয়।

বাদ জোহর মুন্সিগঞ্জে শ্রীনগর স্টেডিয়ামে হবে দ্বিতীয় জানাজা।

তার ছেলে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর বনানী কবরস্থানে হবে দাফন।

বুধবার রাত সাড়ে নয়টায় গুলশানের বাসায় ৮৩ বছর বয়সে মারা যান শাহ মোয়াজ্জেম হোসেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

শাহ মোয়াজ্জেম হোসেনের জন্ম ১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার দোগাছি গ্রামে। ভাষা আন্দোলনসহ নানা সংগ্রাম-আন্দোলনে অংশ নেওয়া এই নেতা জীবনের ২০ বছর কাটিয়েছেন কারাগারে।

১৯৭০ ও ১৯৭৩ সালের উভয় নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর