thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

অতি উৎসাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

২০২২ সেপ্টেম্বর ১৯ ১৩:২৭:৪১
অতি উৎসাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এসব হামলার পেছনে দলের অতি উৎসাহী কোনো কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে আয়োজিত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, কিছু অতি উৎসাহী কর্মী কেন্দ্রের নির্দেশ ছাড়া বিএনপির কর্মসূচিতে বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দলের কর্মসূচিতে হামলা না করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের সমালোচনা করে বলেন, আবার দেশকে তারা পাকিস্তান বানাতে চায়। কিন্তু পাকিস্তানপন্থীদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর