thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কোটি টাকার ইভিএম কেনা হচ্ছে,এটা কি মগের মুল্লুক?

২০২২ সেপ্টেম্বর ২১ ১৫:০২:৫৮
কোটি টাকার ইভিএম কেনা হচ্ছে,এটা কি মগের মুল্লুক?

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগ জাতির সাথে মশকরা করছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ছাড়া কেউ চায় না ইভিএমে ভোট হউক, অথচ কয়েক হাজার কোটি টাকার ইভিএম কেনা হচ্ছে এটা কি মগের মুল্লুক। সরকারের কোন জবাবদিহিতা নেই। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

বুধবার (২১ সেপ্টেম্বর) গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপির আন্দোলনকে দমন করার জন্য পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি গিয়ে কিংবা কোথায় কি করছে সব কিছুর তথ্য নিচ্ছে তার উদ্দেশ্য আতংক সৃষ্টি করা। বিএনপির কর্মসূচিতে হামলা নিয়ে ওবায়দুল কাদের বলে একটা আর নির্দেশ দেয় আরেকটা তা জনগনের সাথে প্রতারণা বলে মন্তব্য করেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর