thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইতে প্রায় ২৮ শতাংশ লেনদেন কমেছে

২০২২ সেপ্টেম্বর ২৭ ১০:৩৯:১৫
ডিএসইতে প্রায় ২৮ শতাংশ লেনদেন কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়। সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমে। এদিন ডিএসইতে প্রায় ২৮ শতাংশ লেনদেন কমে ১৩,শ কোটিতে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৩০০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিনের তুলনায় সোমবার ডিএসইতে ৫১০ কোটি ৩৪ লাখ টাকা কম লেনদেন হয়। গতকাল ডিএসইতে ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার৫১০পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৩পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৪২০পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩১পয়েন্টে ছিলো।

সোমবার ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়ে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই দশমিক ০০৫৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১১৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর