thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না

২০২২ অক্টোবর ১৩ ১৩:১৩:১৯
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে এ ঘোষণা দেয় বিইআরসি।

বৃহস্পতিবার সকালে ডাকা বৈঠকে চূড়ান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিইআরসি সূত্রে জানা গেছে, গত ১৮ মে বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার বৃদ্ধি নিয়ে বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী গণশুনানির ৯০ কার্যদিবসের মধ্যে মূল্যসংক্রান্ত বিষয়ে ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে আগামী ১৪ অক্টোবর শেষ হচ্ছে বিইআরসির নির্ধারিত সময়।

গণশুনানিতে বিপিডিবি বিদ্যুতের দাম ৬৯ শতাংশ বাড়িয়ে ইউনিট প্রতি ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করে। বর্তমানে বিপিডিবির সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম গড়ে ৫ টাকা ১৭ পয়সা। গণশুনানিতে বিইআরসির কারিগরি কমিটি ভর্তুকি ছাড়া বিদ্যুতের মূল্য ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর