thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু

২০২২ অক্টোবর ১৩ ১৩:১৮:০৮
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক:এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবির। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ৪০ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে মৃত্যুহার সর্বাধিক।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফর দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক আহমেদুল কবীর জানান, ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি মোট ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া ৩ থেকে ৬ দিনের মধ্যেই ১৮ জন, ৬ থেকে ৯ দিনের মধ্যে ৬ এবং ৯ থেকে ৩০ দিনের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে সর্বাধিক রোগীর বয়স ছিল চল্লিশোর্ধ্ব।

মারা যাওয়াদের তথ্য তুলে ধরে তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন ৪০ থেকে ৫০ বছরের মানুষ। আর ডেঙ্গুতে ঢাকার বাহিরে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে। এতে নারীদের মৃত্যু হার পুরুষের তুলনায় বেশি।

আক্রান্তের তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে ২০ বছরের বেশি বয়সীরা। সবথেকে বেশি রোগী ঢাকায়। এরপর পর্যটন নগরী কক্সবাজারের অবস্থান। সেখানে এখন পর্যন্ত এক হাজার ৩৬৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট দুই হাজার ৪৮১ জন ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫০টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৮১২ জন। এছাড়া ৬৬৯ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, এ বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ৫১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন ১৯ হাজার ৯৬১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৫ জনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর