thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

২০২২ অক্টোবর ১৩ ১৪:০০:৩৮
আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক:আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বুধবার (১২ অক্টোবর) দুইটি দূরপাল্লার ক্রুজ মিসাইল ছুড়েছে দেশটি। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ছবি প্রকাশ করে। জানায়, সেসময় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন। কিমকে দেখা যায় জ্যাকেট পরা অবস্থায়। পাহাড়ি এলাকা থেকে ছোড়া মিসাইলগুলো ২ হাজার কিলোমিটার পাড়ি দেয় সাগরের উপর দিয়ে। তবে টার্গেট সম্পর্কে জানায়নি পিয়ংইয়ং।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে কিম জং উন বলেন, শত্রুপক্ষকে ঠেকাতে পরমাণু সক্ষমতা ঝালিয়ে দেখা হচ্ছে। মূলত কোরীয় উপকূলে মার্কিন রণতরী মোতায়েন এবং দক্ষিণ কোরিয়া-জাপানের সাথে যৌথ মহড়াকে কেন্দ্র করেই টানা মিসাইল পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর