thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

করোনায় আবারও মৃত্যু ও শনাক্ত বেড়েছে

২০২২ অক্টোবর ২২ ১২:৫৬:৩৫
করোনায় আবারও মৃত্যু ও শনাক্ত বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনায় আবারও মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এতে শনাক্ত হয়েছে ৪ লাখ ১১ হাজার ১৯০ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৬৩ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৯৪৯ জন। আর এতে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮০ হাজার ৫৪ জনের।

করোনায় গত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই আছে জার্মানি ও যুক্তরাজ্য। আর শনাক্তে শীর্ষে রয়েছে জার্মানি, এরপরই আছে ফ্রান্স ও ইতালি।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (২২ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১৮২ জনের। আর শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭২ জন। এ নিয়ে করোনায় দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১৬ জনের। এছাড়া শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ৮৮৫ জন।

ফ্রান্সে এ সময়ে মৃত্যু হয়েছে ৬৯ জনের। আর শনাক্ত হয়েছে ৫৬ হাজার ৭৯৩ জন। জার্মানিতে ১৭৮ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৯২ হাজার ২৯৩ জন।

যুক্তরাজ্যে করোনায় বেশকিছু দিন মৃত্যুশূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছে ৮ হাজার ১০৫ জন।

ইতালিতে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৮৪ জনের এবং শনাক্ত হয়েছে ৪০ হাজার ৫৬০ জন। জাপানে ৩৬ হাজার ১১০ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৭১ জনের।

এছাড়া তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯২ জন এবং শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৭৮২ জন।

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর