thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ধানমন্ডি লেকে মিলল প্রকৌশলীর লাশ

২০২২ অক্টোবর ২৩ ১৩:০৯:১১
ধানমন্ডি লেকে মিলল প্রকৌশলীর লাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর ধানমন্ডি লেকের পাড় থেকে শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ধানমন্ডি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি বসবাস করতেন কলাবাগান এলাকায়।

পরিবার বলছে, শাহাদাত একটি বিদেশি কোম্পানিতে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে মেয়ের পরীক্ষার জন্য পানামা থেকে ঢাকার কলাবাগানের বাসায় ফেরেন। প্রতিদিন রাতে হাঁটতে যেতেন ধানমন্ডি লেকে। গতকাল রাতেও একই উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। তবে দীর্ঘক্ষণ পরও না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। পরে রবীন্দ্র সরোবরের হাঁটার রাস্তায় তার মরদেহে পাওয়া যায়।

পুলিশ জানায়, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে একে ছিনতাইয়ের ঘটনা মনে করছেন তারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর