thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু শ্রীলঙ্কার

২০২২ অক্টোবর ২৩ ১৩:৩৮:০৮
আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু শ্রীলঙ্কার

দ্য রিপোর্ট ডেস্ক:টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজকের দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে শ্রীলঙ্কা। ম্যাচে ৯ উইকেটে আইরিশদের হারিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার হোবার্টে সুপার টুয়েলভের গ্রুপ ওয়ান ম্যাচে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১২৮ রান সংগ্রহ করেছে। আর তাতে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৯।

ওপেনিংয়ে নেমে ভালো খেলতে থাকা আইরিশ ব্যাটার পল স্টারলিং ২৫ বলে ৩৪ রানেই আউট হয়ে ফিরে যান। তবে হ্যারি ট্যাক্টর ৪২ বলে ৪৫ রান সংগ্রহ করে দলকে ১২৮ রানের পুজি এনে দেন।

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মাহিশ থিকসানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।

জবাব দিতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস ৪৩ বলে ৬৮ রান সংগ্রহ করেছেন। তার দুর্দান্ত ব্যাটিংয়েই দারুণ জয় দিয়ে টুর্নামেন্টের মূল পর্ব শুরু করলো এশিয়ার চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর