thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জরুরি অবতরন করে ওসমানীতে ৮টি ফ্লাইট

২০২২ অক্টোবর ২৫ ১১:১৬:৫৯
জরুরি অবতরন করে ওসমানীতে ৮টি ফ্লাইট

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত ৮টি বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে। এসব ফ্লাইট সোমবার (২৪ অক্টোবর) রাত ৯ টার পর থেকে বিভিন্ন সময়ে এই বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানাজার হাফিজ আহমদ।

ওসমানী বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে ইউএস বাংলার ৫টি ও বাংলাদেশ বিমানের ৩টি উড়োজাহাজ রয়েছে।

সোমবার দিবাগত রাতে হাফিজ আহমদ জানান, বৈরী আবহাওয়ার কারণে আটটি উড়োজাহাজ সিলেটে জরুরি অবতরণ করেছে। এদের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট একটি ও বাকি সাতটি আন্তর্জাতিক ফ্লাইট। আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর থেকে আসা ২টি, টরেন্টো থেকে ১টি, ব্যাংকক থেকে ১টি, কোলকাতা থেকে ১টি, চেন্নাই থেকে ১টি, দুবাই থেকে ১টিসহ মোট সাতটি।

অভ্যন্তরীণ ফ্লাইটটি সৈয়দপুর থেকে উড্ডয়ন করেছিলো। এই ফ্লাইটটির ঢাকায় অবতরণ করার কথা ছিলো। কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় সিলেটে অবতরণ করে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর