thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ঋষি সুনাককে শেখ হাসিনার শুভেচ্ছা 

২০২২ অক্টোবর ২৬ ০০:৩৯:১৬
ঋষি সুনাককে শেখ হাসিনার শুভেচ্ছা 

দ্য রিপোর্ট প্রতিবেদক:যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি এ অভিনন্দন জানান।

ঋষি সুনাককে পাঠানো এইচিঠিতে শেখ হাসিনা লেখেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আপনার সফলতা কামনা করছি।

প্রধানমন্ত্রী আরোলেখেন, চলতি বছর আমরা কমনওয়েলথ দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের ৫০ বছরপূর্তি উদ্‌যাপন করেছি। আশা করি, আগামী দিনগুলোতেও রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিক দিয়ে আমাদের এ বন্ধুত্ব অব্যাহত থাকবে।

মঙ্গলবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন সুনাক। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি সরকার গঠনের আহ্বান জানান রাজা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর