thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়াতে উচ্ছ্বসিত অমিতাভ

২০২২ অক্টোবর ২৬ ০০:৫২:২৬
ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়াতে উচ্ছ্বসিত অমিতাভ

দ্য রিপোর্ট ডেস্ক:ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক।ব্রিটেনের ২০০ বছরের ইতিহাস ভেঙে প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করবেনপ্রথম কোনও এশিয়ান ব্রিটিশ। আর এই খবরে উচ্ছ্বসিত ভারতবর্ষ। একের পর একঋষি সুনাককে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতের সকল শ্রেণী পেশার মানুষ।

এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনওঋষিকে নিয়েটুইট করে নিজের আনন্দ প্রকাশ করেছেন। তিনি লেখেন, “ভারত মাতার জয়। অবশেষে মাতৃভূমি থেকে ব্রিটেন পেল নতুন প্রধানমন্ত্রী।”

সোমবার দীপাবলির রাতে সুদূর ব্রিটেন থেকে সেই খবর আসার পর থেকেই ভাবী প্রধানমন্ত্রীর ভারত-যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রকাশ্যে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনও সরব না হলেও নিজেকে বরাবরই ‘গর্বিত হিন্দু’ হিসেবেই তুলে ধরে এসেছেন ঋষি।

জানা যায়,গতকাল কনজারভেটিভ পার্টির প্রধান হতেপেনি মর্ডান্টেরপ্রার্থিতা প্রত্যাহার করার পরবিনাপ্রতিদ্বন্দ্বিতা ঋষি সুনাকযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যান। ভারতীয় বংশোদ্ভূত নেতা সুনাক এর আগে বরিজ জনসন সরকারের অর্থমন্ত্রী ছিলেন। করোনার সময় তিনি বেশ সুনামের সাথে কাজ করে পরিচিতি লাভ করেন।

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর