thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আমেরিকার অর্থনীতি যুদ্ধ ছাড়া চলবে না-পররাষ্ট্রমন্ত্রী

২০২২ অক্টোবর ২৬ ১৪:৩৮:০১
আমেরিকার অর্থনীতি যুদ্ধ ছাড়া চলবে না-পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:নিজেদের অর্থনৈতিক স্বার্থে আমেরিকা যুদ্ধ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমেরিকার অর্থনীতি যুদ্ধ ছাড়া চলবে না। ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে তাইওয়ানে যাবে আমেরিকা। ’

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে জাতিসংঘ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘যুদ্ধ সমস্যা না, সেংশনটাই সমস্যা। যুদ্ধ চলুক, কিন্তু স্যাংশন দেওয়া যাবে না। স্যাংশন বন্ধ করতে হবে। তেল, জ্বালানি এক দেশ থেকে আরেক দেশে আসা বন্ধ যেন না হয়। ’

তিনি বলেন, ‘জাতিসংঘকে ব্যর্থ বলা যাবে না। জাতিসংঘের অবদানে শিশুমৃত্যু, মাতৃমৃত্যু কমে এসেছে। তবে যুদ্ধ বন্ধে এখনো কাজ চলছে। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ আপনাকে বেহেশতে নিয়ে যেতে পারবে না, তবে সমস্যা থেকে উদ্ধার করতে পারবে। জাতিসংঘের অর্জনটাই বেশি। বাংলাদেশ রাষ্ট্র চায়, জাতিসংঘ যেন আরও শক্তিশালী হয়। ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর