thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

জনগণ জীবনের ঝুঁকি নিয়ে দেশকে মুক্ত করার আন্দোলনে নেমেছে

২০২২ অক্টোবর ২৮ ০১:০৬:২০
জনগণ জীবনের ঝুঁকি নিয়ে দেশকে মুক্ত করার আন্দোলনে নেমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার কৌশল হচ্ছে ভয়-ভীতি দেখিয়ে জনগণকে রাস্তায় নামতে না দেওয়া। জনগণ সেই ভয়কে জয় করেছে, জীবনের ঝুঁকি নিয়ে দেশকে মুক্ত করার আন্দোলনে নেমেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণ যখন সরকারের সঙ্গে থাকে না, তখন টিকে থাকার জন্য তাদেরকে আক্রমণ, গ্রেপ্তার ও হত্যার পথ বেছে নিতে হয়। তাদের উদ্দেশ্য সেই জায়গায় চলে গেছে।

আমির খসরু বলেন, আ:লীগেরঅব্যাহতভাবে দখলদার হিসেবে ক্ষমতায় টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে বাধা দেওয়া, আক্রমণ করা, মিথ্যা মামলা, গুম, খুন করে টিকে থাকা। খুলনা সমাবেশের দুদিন আগে বাস-লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তা উপেক্ষা করে জনগণ সেখানে উপস্থিত হয়েছে।

তিনি আরও বলেন, বরিশালে সমাবেশের আগে গণপরিবহন বন্ধ করে দেওয়া মানে জনগণকে বাধাগ্রস্ত করা, জনগণের বিপক্ষে অবস্থান নেওয়া। জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারেনি, এর প্রমাণও রয়েছে। জনগণ স্বাধীনতা আন্দোলনে জয়ী হয়েছে, ভাষা আন্দোলনের জয়ী হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে জয়ী হয়েছে। এবারও জনগণ তৈরি হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব, সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মুনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর