thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১,  ৯ রবিউল আউয়াল 1446

ডিআরইউ’র সদস্যদের সাংবাদিকতায় ফ্যাক্ট চেক প্রশিক্ষণ

২০২২ অক্টোবর ২৮ ১০:০০:১২
ডিআরইউ’র সদস্যদের সাংবাদিকতায় ফ্যাক্ট চেক প্রশিক্ষণ

দ্য রিপোর্ট প্রতিবেদক: পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের ‘ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর সার্কিট হাউজ রোডের পিআইবিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠু। বক্তব্য রাখেন প্রশিক্ষণ সমন্বয়ক ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ। তিন দিনব্যাপী এই কর্মসূচিতে সাংবাদিকতায় ফ্যাক্ট চেক বিষয়ে নানা দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

পিআইবি'র সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সঞ্চলনায় গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী (২৫-২৭ অক্টোবর ) এই প্রশিক্ষণে ডিআরইউ’র ৩৫ জন সদস্য অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, ডিআরইউর অর্থ সম্পাদক এসএমএ কালাম, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কার্য নির্বাহী সদস্য রেজা পারভেজ, সাবেক সহ সভাপতি খোন্দকার কাউসার হোসেন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্টস ইউনিটি বিজু'র সভাপতি মো.শরীফুল ইসলাম, সাবেক নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল প্রমুখ।

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর