thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষনা না দিলে সংসদে যাবেনা জাপা

২০২২ অক্টোবর ৩১ ০১:৫৮:৫২
জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষনা না দিলে সংসদে যাবেনা জাপা

দ্য রিপোর্ট প্রতিবেদক:সংসদ বর্জনের ঘোষণা দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। জাপার সংসদীয় দল সিদ্ধান্ত নিয়েছে, দলীয় চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অধিবেশনে অংশ নেবে না।

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, 'সংসদীয় দল জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছে। কিন্তু স্পিকার দুই মাসেও তাঁকে স্বীকৃতি দেননি। স্পিকারের কার্যালয় বলছে, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা। জিএম কাদের আমাদের নেতা। আমরা তাহলে কার নেতৃত্বে সংসদে যাবো?'

জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ' জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির এমপিরা সংসদে যাবেন না। রোববার বিকেলে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে জাপার সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

থাইল্যান্ডে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলীয় নেতৃত্ব থেকে জিএম কাদেরকে সরাতে গত ৩১ আগস্ট চিঠিতে তিনি নিজেকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঘোষণা করে জাপার 'কাউন্সিল'। একে অবৈধ আখ্যা দিয়ে রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করে পরেরদিন স্পিকার ড. শিরীন শারমিনকে চিঠি দেয় জাপার সংসদীয় দল। দলটির ২৬ এমপির ২৪ জন জিএম কাদেরকে সমর্থন জানালেও এখনও বিরোধীদলীয় নেতা হিসেবে জিএম কাদের স্পিকারের স্বীকৃতি পাননি। জাপার তাগিদে গত দুই মাসে স্পিকারের কার্যালয় থেকে একাধিকবার জানানো হয়েছে, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রোববারের সংসদীয় দলের সভায় উপস্থিত জাপার ২১ এমপি ফের জি এম কাদেরকে সমর্থন। সভার পর জাপা মহাসচিব সংবাদিকদের সঙ্গে আলাপকালেও সংসদ বর্জনের আভাস দেননি। তখন তিনি বলেন, স্পিকারের সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছেন। সোমবার সংসদ অধিবেশনে এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর