thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

যুক্তরাষ্ট্রের সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে - র‍্যাব ডিজি

২০২২ নভেম্বর ০১ ১১:০৯:৩৭
যুক্তরাষ্ট্রের সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে - র‍্যাব ডিজি

দ্য রিপোর্ট প্রতিবেদক:যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম. খুরশীদ হোসেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় র‍্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তা করার দায়িত্ব সরকারের। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে।’

সোমবার (৩১ অক্টোবর) সিলেট র‍্যাব-৯ এর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। র‍্যাব-৯ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

র‍্যাব ডিজি বলেন, ‘সংস্থায় কেউ যদি অপরাধ করে সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞায় নাম থাকা ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বান্দরবানের গহীন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে। শুধু গহীন অরণ্যে নয়, জঙ্গি-সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, সেখানেই অভিযান চালাবে র‍্যাব। জঙ্গি-সন্ত্রাসীদের কাছে র‍্যাব হবে আতঙ্কের নাম।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর