thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ির কাগজপত্র জমার নির্দেশ

২০২২ নভেম্বর ০১ ১৭:৪৩:০৫
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ির কাগজপত্র জমার নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের সরকারি বাড়ির সব কাগজপত্র আগামী ১০ দিনের মধ্যে আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সালাম মুর্শেদীসহ রাজউক ও গণপূর্ত অধিদপ্তরকে ওই বাড়ি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারি আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি গণপূর্তের মালিকানায় সরকারি পরিত্যক্ত বাড়ি হিসেবে তালিকাভু্ক্ত এবং তা দখল করে বসবাস করছেন তিনি। রাউজকের কোনো এখতিয়ার নেই সালাম মুর্শেদীকে এটি দেয়ার।

এ বিষয়ে রাউজক চেয়ারম্যানের কাছে ২০১৫ ও ২০১৬ সালে জানতে চেয়েও তথ্য পায়নি গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়া ওই জমির নামজারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে এবছরের ৪ জুলাই রাজউককে আবারও চিঠি দেয় মন্ত্রণালয়। তবে এখনো কোনো জবাব মেলেনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর