thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ছাত্রলীগের ধাওয়ায় পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় পালাতে গিয়ে ছাত্রদল নেতার মৃত্যু

২০২২ নভেম্বর ০৪ ১২:৪৩:৪৫
ছাত্রলীগের ধাওয়ায় পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় পালাতে গিয়ে ছাত্রদল নেতার মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক:ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলা থেকে বাঁচতে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় অমিত হাসান অনিক নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

নিহত অনিক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সহ-সভাপতি।

তিনি জানান, জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় অনিক মারা যান। অনিকের মৃত্যুর সনদপত্রে সড়ক দুর্ঘটনায় উল্লেখ করেছেন চিকিৎসক।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ইসমাইল মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়েদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনার প্রতিবাদে মশাল মিছিল বের করেন রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে মোটামুটি সবাই চলে যাওয়ার পরে অনিকসহ ৬ থেকে ৭ জন ভুলতা গাউছিয়া মুন্সি তেলের পাম্পের একটু সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়েমারধরের হাত থেকে বাঁচতে গিয়ে দৌড়ে পালানোর সময় অনিককে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। পরে ঢামেকহাসপাতালে সে মারা যান।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অলিউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঢামেক পুলিশ ক্যাম্প থেকে অমিত হাসান নামে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। শুনেছি যে, সে গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর