thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ঢাকা আসছেন রাশিয়ার  পররাষ্ট্রমন্ত্রী

২০২২ নভেম্বর ০৫ ১২:৫৫:৪০
ঢাকা আসছেন রাশিয়ার  পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:ডায়ালগ অংশীদার হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে অংশ নিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এখনো কিছু না জানালেও মস্কো থেকে সফরের বিষয়টি এ সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে।

ডায়ালগ অংশীদার হিসেবে আইওআরএ বৈঠকে অংশ নিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। তাদের পক্ষ থেকেও ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

আইওআরএর প্রস্তুতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেন, সংগঠনের সভাপতি হিসেবে বৈঠকের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আইওআরএর সদস্য রাষ্ট্রসহ সব ডায়ালগ অংশীদার পররাষ্ট্রমন্ত্রীকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে কয়েকটি দেশের প্রতিনিধি ইতোমধ্যে উপস্থিতি নিশ্চিত করেছেন। আগামী সপ্তাহের মধ্যে অন্যরাও তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করবেন বলে আশা করেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর