thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ফরিদপুর-২  উপনির্বাচনে কোন অনিয়ম ধরা পড়েনি - সিইসি

২০২২ নভেম্বর ০৬ ০২:০৮:২১
ফরিদপুর-২  উপনির্বাচনে কোন অনিয়ম ধরা পড়েনি - সিইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক:ফরিদপুর-২ আসনের উপনির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। সকাল থেকে এখনও কোনো অনিয়ম ধরা পড়েনি। শা‌ন্তিপূর্ণ প‌রিবে‌শে ভোটগ্রহণ চলছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে সিসি ক্যামেরায় উপনির্বাচন মনিটরিং করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, পুরো আসনে ১২৩টি কেন্দ্রে ১ হাজার ৫২‌টি সি‌সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, খুব বেশি ভিড় পরিলক্ষিত হয়নি। আমাদের প্রত্যাশা ছিল নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে, কোনো অনিয়ম হবে না, সেদিক থেকে আমরা সন্তুষ্ট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর