thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আরও এক পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

২০২২ নভেম্বর ০৭ ০২:৫৫:২৮
আরও এক পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

দ্য রিপোর্ট প্রতিবেদক:অতিরিক্ত পুলিশ সুপার উৎপল দত্তকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সরকার। রোববার (৬ নভেম্বর) এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমানে এ পুলিশ কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত আছেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ব্যাচের।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল দত্তকে (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত) ২৬ মার্চ থেকে চাকরি হতে ইস্তফা দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

গত ৩১ অক্টোবর টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলমকে অব্যাহতি দেয়া হয়। এর আগে ১৮ অক্টোবর পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আব্দুল্লাহেল বাকীকে অবসরে পাঠায় সরকার।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর