thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কোভিড ও যুদ্ধের কারনে পিছিয়ে গেছে রুপপুরের কাজ - বিদ্যুৎ প্রতিমন্ত্রী

২০২২ নভেম্বর ০৯ ২০:৪৫:২৮
কোভিড ও যুদ্ধের কারনে পিছিয়ে গেছে রুপপুরের কাজ - বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:কোভিড ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার বিদ্যুৎ ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “সঞ্চালন লাইনের কাজ চলছে, নির্ধারিত সময়ের মধ্যে না হলেও খুব একটা বিলম্ব হবে না প্রকল্পকাজ শেষ করতে।”

তিনি বলেন, “কভিডের কারণে রূপপুর সঞ্চালন লাইনের কাজ কিছুটা পিছিয়েছে।”সাবস্টেশনের কাজ দুইপক্ষের কারণে একটু দেরি হয়েছে। তার পরও আশা করছি, নির্ধারিত সময়েই সব শেষ করা যাবে।

অনুষ্ঠানে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি জানান, এই বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। সব মিলিয়ে কাজ সন্তোষজনক। তবে ডলারের দাম বৃদ্ধিসহ অনেক চ্যালেঞ্জ আছে। তারপরও সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ দ্রুত সময়েই শেষ হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর