thereport24.com
ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৬ জমাদিউস সানি 1446

কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন

২০২২ নভেম্বর ১৩ ১৮:০৬:৫৮
কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন। আজ রোববার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আকবরের মেয়ে অথৈ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার থেকে আকবর লাইফ সাপোর্টে ছিলেন। তার আগে গত শনিবার থেকে কণ্ঠশিল্পী আকবর আইসিইউতে ছিলেন।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র মাধ্যমে পরিচিতি পান আকবর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় আছেন। কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে তার পা কেটে ফেলা হয়।

'তোমার হাত পাখার বাতাসে' গানের এই শিল্পী যশোর শহরে রিকশা চালাতেন। ইত্যাদিতে গান গাওয়ার পর তার ভাগ্য বদলে যায়।

উল্লেখ্য, রিকশা চালিয়ে হিসেবেই জীবিকা নির্বাহ করতেন আকবর। ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর