thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

দ্বন্দ্ব, বিভেদ ভুলে তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ

২০২২ নভেম্বর ১৬ ০৩:৪৯:১১
দ্বন্দ্ব, বিভেদ ভুলে তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:দ্বন্দ্ব, বিভেদ ভুলে তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না বলেও জানান তিনি।

এসময় নির্বাচনের আগে দলের ঐক্য ঠিক রাখতে জেলা উপজেলা আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার করতে হবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড।

মঙ্গলবার (১৫ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ প্রত্যাশী তৃণমূল নেতাদের সাথে মতবিনিময়ে এই অনুষ্ঠানে এসব বলেন তিনি। এসময় শেখ হাসিনা জেলা উপজেলার নেতাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সভায় দলের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ভ্রাতৃ-প্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিভিন্ন জেলার নেতারা জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন দলীয় সভাপতি।

তৃণমূলের ঐক্য আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী জেলা উপজেলার নেতাদের বলেন, দ্বন্দ্ব সংঘাত ভুলে দলের পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করতে হবে। সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ডগুলো মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার করার নির্দেশও দেন দলীয় সভাপতি।

চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় আওয়ামী লীগের নেতাদের ভূমিকা রাখতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতি ইঞ্চি মাটিতে উৎপাদন নিশ্চিত করতে হবে। দেশের কোথাও যেন কেউ খাদ্য মজুদ করতে না পারে সেই বিষয়ে তৃণমূল আওয়ামী লীগকে সতর্ক থাকার নির্দেশ দেন দলীয় সভাপতি।

প্রধানমন্ত্রী এসময় বিরোধী রাজনৈতিক দলগুলো যেন আন্দোলন সংগ্রামের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, সেদিকেও তৃণমূলকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন বলে জানান বৈঠকের উপস্থিত নেতারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর